শ্রীলঙ্কার পুলিশ ও সামরিক বাহিনী পেল জরুরি ক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২২, ১২:৩৫ এএম

শ্রীলঙ্কার পুলিশ ও সামরিক বাহিনী পেল জরুরি ক্ষমতা

সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে এবার পুলিশ ও সামরিক বাহিনীকে জরুরি ক্ষমতা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষমতাবলে পুলিশ ও সেনাবাহিনী যেকোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এই ক্ষমতা প্রদান করেন। এ ছাড়া এই ক্ষমতাবলে এখন থেকে সামরিক বাহিনী যেকোনো ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের কাছে রাখতে পারবে। 

মঙ্গলবার সরকারি এক আদেশে আরও বলা হয়, সেনাবাহিনী যেকোনো ব্যক্তির ব্যক্তিগত গাড়িসহ সম্পত্তিতে তল্লাশি চালাতে পারবে।

এদিকে, সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল এখন গোটা শ্রীলঙ্কা। মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই দেশজুড়ে আন্দোলন শুরু করেন বিক্ষোভকারীরা। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এ ঘটনায় সবশেষ খবর অনুযায়ি ক্ষমতাসীন দলের এক এমপিসহ সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এ ছাড়া বিক্ষোভকারীরা রাজাপক্ষের পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী এবং রাজনীতিবিদদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকারি বাসভবনেও হামলা করেছে বিক্ষোভকারীরা। এ সময় তিনি অবরুদ্ধ অবস্থায় পড়ে যান। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। সরকারবিরোধীরা এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ দমাতে জারি করা কারফিউ’র মেয়াদ আগামীকাল বুধবার সকাল পর্যন্ত বাড়িয়েছে গোতাবায়া প্রশাসন।   

Link copied!