আশ্রয় চাননি গোতাবায়া, সফরের অনুমতি পেয়েছেন: সিঙ্গাপুর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ১১:২৩ এএম

আশ্রয় চাননি গোতাবায়া, সফরের অনুমতি পেয়েছেন: সিঙ্গাপুর

তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তবে তিনি সেখানে  আশ্রয় চাননি। সিঙ্গাপুরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কলম্বো গেজেট এ তথ্য জানিয়েছে।

গোতাবায়ার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যে ব্যক্তিগত সফরের জন্য গোতাবায়াকে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গোতাবায়া আশ্রয় চাননি। তাঁকে কোনো ধরনের আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সরকার সাধারণত আশ্রয়ের আবেদন অনুমোদন করে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। বুধবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে যান দীর্ঘ দিনের এ শাসক।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে অবতরণ করে। এসময় গোতাবায়ার সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।

তবে শ্রীলংকার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপক্ষে কিছু সময়ের জন্য সিঙ্গাপুরে অবস্থান করবেন। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

Link copied!