মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি'র রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির কার্যালয়সহ একাধিক কার্যালয় গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। দলের ফেসবুক পেজে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মিয়ানমার সেনাবাহিনী ইয়াঙ্গুনে দলের প্রধান কার্যালয়সহ বেশ কয়েকটি কার্যালয়ে তল্লাশি চালানোর পর সেগুলো গুঁড়িয়ে দেয়।
এদিকে মঙ্গলবার টানা চতুর্থ দিনের সেনাবিরোধী বিক্ষোভে দশ সহস্রাধিক মানুষের মিছিল এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে । পুলিশের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির গণমাধ্যম ইরাবতী জানায়, রাবার বুলেটে ছয়জন মারাত্মক আহত হয়েছেন । তাদের মধ্যে মাথায় বুলেটের আঘাতে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে দমন-পীড়ন চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
তথ্যসূত্র: নিক্কে এশিয়া