সুদানে মৃত্যু ৪ শতাধিক; আহত সাড়ে ৩ হাজার: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২২, ২০২৩, ০৫:৩৬ পিএম

সুদানে মৃত্যু ৪ শতাধিক; আহত সাড়ে ৩ হাজার: ডব্লিউএইচও

সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ে উত্তর আফ্রিকার দেশ সুদানে এ পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ৪১৩ জন নিহত এবং ৩ হাজার ৫৫১ জন আহত হয়েছে।’

এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু রয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক শিশু এই সংঘাতে আহত হয়েছে।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসাবের বরাত দিয়ে ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, সংঘাতের কারণে সুদানের ২০টি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে আরও ১২টি।

তিনি বলেন, ‘এতে কেবলমাত্র ভয়াবহ লড়াইয়ে যারা আহত হচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হবে না, যাদের আগে থেকেই চিকিৎসার প্রয়োজন ছিল তারাও ক্ষতিগ্রস্ত হবে।’

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদমাধ্যমকে জানান, ‘এই সংঘাত দেশটির শিশুদের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। এই লড়াই চলতে থাকলে শিশুদের এর জন্য চড়া মূল্য দিতে হবে।’

Link copied!