এপ্রিল ১৬, ২০২৩, ০৬:৫২ পিএম
সুদানের ক্ষমতা দখল ও ধরে রাখা নিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস’র (আরএসএফ) মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০ জনে।
সুদানের একটি চিকিৎসকদের সংগঠনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিকবেদনে বলা হয়, শুধু রাজধানী শহরেই ১৭ জন বেসামরিক নাগরিকসহ ২৫ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ উভয় পক্ষই খার্তুমের বিমানবন্দর ও অন্যন্য গুরুত্বপূর্ণ স্থানগুলো তাদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে।
সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, প্যারামিলিটারির প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর সাথে কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না। প্যারামিলিটারিকে ভেঙে দিতে হবে। তাহলে সংলাপ হতে পারে।
জেনারেল মোহাম্মদ হামদান দাগালো পলাতক অপরাধী হিসেবে আখ্যা দিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, “সুদানের নাগরিকদের আমরা তাদের সাথে কোনো বোঝাপড়া না করার আহ্বান জানাই।” তার কিংবা তার বাহিনীর দেখা পেলে রিপোর্ট করতেও বলা হয়েছে ওই বিৃবতিতে।
এদিকে, বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে সুদানের রাজধানী খার্তুমে রবিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
কেন এই বিরোধ?
২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল বুরহান ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।
ক্ষমতা হাতে নিয়েই আল-বুরহান দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে প্রস্তাবিত বেসামরিক সরকারে কে একীভূত সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করবেন - তা নিয়ে মূলত তৈরি হয় বিবাদ।
সুদানে একটি বেসামরিক সরকার পুনপ্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে চেষ্টা চললেও তা ব্যর্থ হয়। ওই সময় প্যারামিলিটারি বাহিনীর এক লাখ সদস্যকে সেনা বাহিনীতে একীভূত করার প্রশ্নটিও সমস্যার মূল কারণ হিসেবে দেখা দেয়।
সামরিক বাহিনীর এ দুই অংশের মধ্যে সংঘাতের এক পর্যায়ে সম্প্রতি আরএসএফ উত্তরের মেরওয়ে শহরের একটি সামরিক ঘাঁটির কাছে তাদের সেনাদের মোতায়েন করে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন তিনি তার ডেপুটি এবং আরএসএফের অধিনায়ক মোহামেদ হামদান দাগালোর সাথে আলোচনা করতে ইচ্ছুক।