সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা করল হুতিরা, বাংলাদেশিসহ আহত ২

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০২:০৮ পিএম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা করল হুতিরা, বাংলাদেশিসহ আহত ২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুইজন আহত হওয়ার খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে রোববার জানিয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।  

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “এ পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, তাতে দুজন আহত হয়েছেন, তাদের একজন বাংলাদেশি। তাদের জখম গুরুতর নয়। আহত বাংলাদেশির বিষয়ে আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।”

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক বিবৃতিতে এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করে‘দৃঢ়ভাবে’ মোকাবেলা করার কথা বলা হয়েছে।

এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন বলে জানিয়েছে তারা। 

Link copied!