সৌদি, কাতারসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৩:৫৭ পিএম

সৌদি, কাতারসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদ উল আজহা। সৌদি আরবে শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। আরব বিশ্বের বেশির ভাগ দেশে ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে রবিবার ঈদ উদযাপিত হবে।  

বিশ্বের নানা দেশে জামাত আদায়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহা উদযাপন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

কতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে শুরু হয় ঈদের জামাত। সাতটি প্রদেশে করোনা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময় পরপর হয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমিরাত সরকার আগেই ঘোষণা করেন প্রত্যেক মুসল্লিকে মানতে হবে শারীরিক দূরত্ব, স্যানিটাইজেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মসজিদগুলোয় স্থানীয়দের পাশাপাশি নামাজ আদায় করেন বহু প্রবাসী বাংলাদেশি। এরপরই তারা সাধ্যমতো পশু কোরবানি দেন।

এদিকে কাতারের বিভিন্ন মসজিদেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আদায় করা হয়েছে ঈদের জামাত। রীতি মেনে পশু কোরবানি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে বাংলাদেশি সাংবাদিক ফোরামের সভাপতি ও বেসরকারি টেলিভিশন এটিন বাংলার সৌদি আরব ব্যুরোচিফ মো. আবুল বশির দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, দেশটিতে শনিবার ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সৌদিতে থাকা বাংলাদেশিদের অনেকে পশু কোরবানি দিয়েছেন। বাঙালি কমিউনিটির মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছেন।

এছাড়া, ওমান, বাহরাইনেও ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। তবে এবার ব্যতিক্রম হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। সাধারণত এই দেশ দুটি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উল আজহা উদযাপন করে। তবে এবার ওই দুই দেশে রবিবার হবে ঈদ উল আজহা্ উদযাপন।

Link copied!