সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২১, ০৮:২৪ পিএম

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৮

সৌদি আরবের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত ৮ জন আহত ও একটি যাত্রীবাহী বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহরের আভা বিমানবন্দরে এই হামলা হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের আভা বিমানবন্দরে এটি দ্বিতীয় দফা ড্রোন হামলা। এখনো কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় নেয়নি।

গত কয়েক বছর ধরেই ইয়েমেনে ইরানের মদদপুষ্ট সংগঠন হুথি ও সৌদি সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের কারণেই এই হামলা কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবের সেনাবাহিনী জানিয়েছে, আঘাত হানার আগেই তারা ড্রোনটি চিহ্নিত করতে পেরেছিল। তা না হলে আরো বেশি ক্ষয়ক্ষতি হতো।  

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদির সেনাবাহিনীর মদদপুষ্ট সংগঠন। তখন থেকেই সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সেনাঘাঁটি ও তেল উত্তোলন কেন্দ্রগুলোকেও লক্ষ্য করেছে হুথিরা।

 

Link copied!