হঠাৎ ইউক্রেন সফরে বরিস জনসন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৭:০০ পিএম

হঠাৎ ইউক্রেন সফরে বরিস জনসন

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে সফর করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আরও ট্যাংক সরবরাহের জন্য জার্মানিসহ মিত্রদের ওপর যখন চাপ বাড়ছে তখনই এলো অঘোষিত এই সফর।

জানা গেছে, কিয়েভে বরিসন জনসনকে সশরীরে স্বাগত জানান জেলেনস্কি এবং ইউক্রেনের কয়েকজন মন্ত্রী।

বরিসের কিয়েভ সফর নিয়ে এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘ইউক্রেনের একজন সত্যিকারের বন্ধু বরিস জনসনকে কিয়েভে স্বাগত জানাই। বরিস, আপনার এমন সমর্থনের জন্য ধন্যবাদ!’

বিবিসির খবরে বলা হয়, বরিস জনসন কিয়েভ উপকণ্ঠের দুটি শহর বুচা ও বরোদিয়াঙ্কাও সফর করেন।

জনসন কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা এবং বোরোদিয়াঙ্কা শহরও পরিদর্শন করেন, যেগুলো গত মার্চে রাশিয়ান বাহিনীর দখলে ছিল।

জনসন বলেন, 'ইউক্রেনের জনগণের দুর্ভোগ অনেক দিন ধরে চলছে। এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল ইউক্রেনের জয়লাভ করা- এবং যত দ্রুত সম্ভব জয়ী হওয়া'।

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক জনসনের সফরকে সমর্থন করেছেন বলে জানা গেছে।

Link copied!