হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ১০:৪৪ এএম

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডিএআরপিএ) এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের স্যান্ডস মিসাইল রেঞ্জের স্থল থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটির নাম এয়ার-লঞ্চড র‍্যাপিড রেসপন্স ওয়েপন (এআরআরডব্লিউ)। মার্কিন বিমানবাহিনী এটি উৎক্ষেপণ করেছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। যুক্তরাষ্ট্র ছাড়া আরো বেশ কয়েকটি দেশ এই অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া দাবি করেছে তাদের হাইপারসনিক মিশাইল ইউক্রেনে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এছাড়া, গত বছর চীন সফলভাবে হাইপারসনিক মিশাইল উৎক্ষেপণের দাবি করে। এই অস্ত্র তৈরির দৌঁড়ে আছে ফ্রান্স ও যুক্তরাজ্যও।

Link copied!