‘জঙ্গি’ ভেবে সেনাবাহিনীর গুলি, নিহত ১৪

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ১২:৩৩ এএম

‘জঙ্গি’ ভেবে সেনাবাহিনীর গুলি, নিহত ১৪

ভারতের নাগাল্যান্ড রাজ্যে সেনাবাহিনীর গুলিতে রাজ্যের স্থানীয় জাতিগোষ্ঠীর অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর ভাষ্য, ‘জঙ্গি’ ভেবে তাদের ওপর গুলি চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন জানিয়েছে, অভিযানে প্রথমে একটি ট্রাকে গুলি করে ছয় জনকে হত্যা করে সেনাবাহিনী। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যারা জড়ো হয়েছিলেন, পরবর্তীতে সেই ভিড়ের ওপরেও গুলি চালানো হয়।

এদিকে সেনাবাহিনীর দাবি, ওই ঘটনায় আহত হয়ে তাদের একজন সৈনিক মারা গেছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গতকাল শনিবার গভীর রাতের এ ঘটনায় বেসামরিক লোক নিহত হওয়ার খবরে তিনি ‘ব্যথিত’।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সীমান্তের কাছের এই রাজ্যের মন জেলায় যখন শ্রমিকরা দিনের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন সৈন্যদের গুলিতে ছয় জন নিহত হয়। ওই এলাকায় কর্মকাণ্ড রয়েছে, এমন জঙ্গিদের ধরতে অতর্কিতে হামলা চালিয়েছিল সেনা সদস্যরা।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও রয়টার্সকে বলেছেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। ঘটনাটির জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

Link copied!