তিন দিনে ১১টি যানবাহনে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৩, ০৭:২০ পিএম

তিন দিনে ১১টি যানবাহনে অগ্নিসংযোগ

ফাইল ছবি

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা নবম দফা অবরোধের মধ্যে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত তিন দিনে ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, এই কয় দিনে শুধু ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ডভ্যান, ৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে।

এ ছাড়াও গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং সেগুলো নির্বাপণ ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি।

Link copied!