ভারতের ত্রিপুরায় (রোববার) ২ রোহিঙ্গাসহ ২৮ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আগরতলা পুলিশ জানায়, সেই এলাকার রেলস্টেশন থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন তারা। আটককারীরা ভারতের ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করে তৃতীয় কোনও রাজ্যে যাওয়ার পরিকল্পনায় ছিল। সেখানকার স্টেশন অফিসার ইনচার্জ তাপস দাস জানান, সকালে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের সবারই বয়স ১৯-৪০’র মধ্যে।
এ ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ত্রিপুরা পশ্চিম জেলার আমতলী এলাকা থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছেন। অন্য আরেকটি অভিযানে ২ রোহিঙ্গাকে ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার টিলা বাজার সীমান্ত এলাকা থেকে ওই দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিএসএফ।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত আড়াই মাসে ১৫০ বাংলাদেশি ও ৩২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশনের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।