স্ত্রী-ছেলেসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৫, ০৪:০০ পিএম

স্ত্রী-ছেলেসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ।

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম এবং পুত্র শেখ লাবিব হান্নানের নামে থাকা মোট ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আজ মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ প্রদান করেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবেক এই বিমান প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগে অনিয়ম, রাষ্ট্রীয় অর্থের অপচয় ও আত্মসাৎ, বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা গোপন করার চেষ্টা করছেন। এ অবস্থায়, তদন্ত কার্যক্রমকে নিরবিচারে সম্পন্ন করতে এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে।

আদালত বিষয়টি আমলে নিয়ে তড়িৎ ব্যবস্থা হিসেবে উল্লিখিত ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশনা দেন।

দুদক সূত্রে জানা গেছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে স্থাবর সম্পদ ক্রোকের দিকেও নজর দেওয়া হবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য অনুসন্ধানের পর জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Link copied!