ড. ইউনূসকে দুদকের ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ০৫:৪৩ পিএম

ড. ইউনূসকে দুদকের ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ

ছবি: সংগৃহীত

অর্থপাচার ও আত্মসাতের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল।  প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে আইনজীবীদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো দুদক কার্যালয়ে হাজির হন ড. ইউনূস। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের তদন্ত দল। আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে সংস্থাটির।

এর আগে বুধবার গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে ড. ইউনূসকে বৃহস্পতিবার দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।

গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তের স্বার্থে ড. ইউনূসকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

এর আগে চলতি বছরের মে মাসে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। 

মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানসহ পাঁচ পরিচালকও। মামলায় প্রাথমিক অনুসন্ধানে অর্থ পাচার ও আত্মসাতের সত্যতা পেয়েছে সংস্থাটি।

Link copied!