আগস্ট ১৩, ২০২৩, ০৫:২০ পিএম
চট্টগ্রামের মিরসরায়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লিখিত মতামত প্রেরণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুকূলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমীন প্রধান স্বাক্ষর সম্বলিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় দায়েরকৃত মামলা নং-২১/১০৯ এর অভিযোগ বিজ্ঞ আদালতের গৃহীত হয়েছে কিনা জানিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করে মতামত প্রেরণের বিষয়টি উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১৭ জুন মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে নেতা-কর্মীরা উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা চালায়। সে সময় নেতা-কর্মীরা মঘাদিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনগামী মিয়াপাড়া চার রাস্তার মোড়ে পৌঁছালে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন মারাত্মক জখম ও গাড়ি ভাংচুর করা হয়। ঘটনার পরদিন হামলায় আহত যুবলীগ কর্মী মো. আছিফুল রহমান শাহীন বাদী হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামী করে মিরসরাই থানায় মামলা দায়ের করে।