কক্সবাজারের টেকনাফে অপহৃত আরেকজন কৃষককে রঙ্গীখালী পাহাড় থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে আটক করেছে। রোববার (২৪ মার্চ) ওই কৃষককে উদ্ধার করা হয়।
এর আগে কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানের মুখে ‘মুক্তিপণের দাবিতে’ অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজনকে গহীন পাহাড়ে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
সবশেষ উদ্ধার হওয়া কৃষক হলেন আব্দুর রকিমের ছেলে মোহাম্মদ নুর। এছাড়া শনিবার দিবাগত রাত একটার দিকে উদ্ধার হওয়া চারজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. জিহান (১৩), একই এলাকার ফকির আহম্মদের ছেলে মো. রফিক (২২) ও মো. ছৈয়দুল্লাহর ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান।
গত বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় ক্ষেত পাহারার দায়িত্বে ছিলেন অপহৃত ওই ৫ কৃষক। পরদিন বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। ওই কৃষকদের মুখোশ পরে অপহরণ করেছিল দুর্বৃত্তরা।