নাটোরের লালপুর উপজেলায় এক ফসলি খেতে এক তরুণীর গলাকাটা লাশ পাওয়া গেছে। লাশের পাশে পড়ে ছিল এক জোড়া জুতা ও একটি মানিব্যাগ।
শুক্রবার ( ২৪ নভেম্বর ) সকালে উপজেলার মধুবাড়ি গ্রামের তোফাকাটা সড়কের পাশের খেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মারা যাওয়া ওই তরুণীর বাড়ি লালপুর উপজেলার একটি গ্রামে। তিনি উপজেলার গোপালপুর পৌর শহরের একটি ক্লিনিকে কর্মরত ছিলেন। তাঁর দুই সন্তানও রয়েছে বলে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ( ২৪ নভেম্বর ) সকাল ছয়টার দিকে কয়েকজন কৃষিশ্রমিক তোফাকাটা সড়কের পাশের জমিতে মাষকলাই কাটতে গিয়ে গলাকাটা এক তরুণীর লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি তাৎক্ষণিক লালপুর থানার পুলিশকে জানান।
পরে ঘটনাস্থলে গিয়ে সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর পরনে নীল রঙের সালোয়ার-কামিজ। পাশে ছেঁড়া ওড়না, এক জোড়া জুতা ও একটি মানিব্যাগ পড়ে ছিল। আলামত হিসেবে এসব জব্দ করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাস্থলটি বেশ নির্জন। আশপাশে বাগান ও ফসলি জমি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর ) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওড়না দিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছে।
তবে মৃত্যু নিশ্চিত করতে তরুণীর গলাকাটা হয়েছে। উদ্ধার করা আলামত পরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।