গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৪, ০৭:৪৮ পিএম

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

গাজীপুর কোনাবাড়ি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি হয়েছেন ৩৫ জন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় লিকেজের ঘটনা ঘটে। পরবর্তীতে সেখান থেকেই হয় আগুনের সূত্রপাত।

একই সময় আগুনের খবরে আশেপাশের অনেকে ভিড় করেন সেখানে। পরবর্তীতে সিলিন্ডার বিস্ফোরিত হলে প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। আহতদের মধ্যে নারী-শিশুসহ ওই এলাকার সব বয়সের বাসিন্দা আছেন। এ ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

Link copied!