ফুল কোর্ট বৈঠক স্থগিত করলেন প্রধান বিচারপতি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ১১:১৪ এএম

ফুল কোর্ট বৈঠক স্থগিত করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে আহুত ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ আগস্ট) সকাল সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

চলমান পরিস্থিতিতে এর আগে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: ফুল কোর্ট মিটিং বন্ধ ও প্রধান বিচারপতির পদ ত্যাগের দাবি আসিফের

তবে এর আগে প্রধান বিচারপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে তার পদ ত্যাগ দাবি ও ফুল কোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

ফুল কোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটা নিয়েও ফুল কোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। নিয়ম অনুসারে পদাধিকার বলে প্রধান বিচারপতি এই সভার আহ্বান ও সভাপতিত্ব করে থাকেন।

Link copied!