নাশকতার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন। একইসঙ্গে তাদের দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
এদিন বেলা ১টা ১০ মিনিটে তাদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টা ১০ মিনিটে তাদের আদালতে তোলা হয়।
শুনানি শেষে প্রথমে আদালত তাদের গ্রেপ্তার দেখান। এরপর রিমান্ড শুনানি শুরু হয়। তখন তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।