ঢাকায় ১০ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০২:০৪ এএম

ঢাকায় ১০ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় অনুমোদনহীন নকল প্লাস্টিকের পন্য, প্রসাধনী সামগ্রী, শিশু খাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৮ লক্ষ টাকা জরিমানাসহ ১ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

র‌্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল অভিযান চালায়। ঢাকার কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল প্লাস্টিকের পন্য, প্রসাধনী সামগ্রী, শিশু খাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ লক্ষ টাকা জরিমানা প্রদান এবং অনাদায়ে এক জনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

 এসব প্রতিষ্ঠানের মধ্যে মাইশা এন্টারপ্রাইজকে নগদ- ৪ লক্ষ টাকা, কামাল প্যাকেজিংকে নগদ- ৪ লক্ষ টাকা, বকুল প্যাকেজিং কোম্পানীকে নগদ- ৪ লক্ষ টাকা, র‌্যামন ফ্লাওয়ার মিলস্’কে নগদ- ৩ লক্ষ টাকা, এ.এম.জেড ফুড এন্ড বেভারেজ’কে নগদ- ৪ লক্ষ টাকা, শেখ ফরিদ মার্কেটিং লিমিডেট’কে নগদ- ৪ লক্ষ টাকা, ইএসপিএন ক্যাবল’কে নগদ- ২ লক্ষ টাকা, ক্লাসিক কর্পোরেশন পিভিসি’কে নগদ- ২ লক্ষ টাকা, আনন্দ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ- ২ লক্ষ টাকা, মনি প্লাস্টিক হাউজ’কে নগদ- ২ লক্ষ টাকা, রিমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ- ৫ লক্ষ টাকা ও চমক স্টার্ট পলিমার ইলেকট্রিক পাইপ’কে নগদ- ২ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন। 

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের নকল প্লাস্টিকের পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়।

বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল প্লাস্টিকের পন্য, প্রসাধনী সামগ্রী, শিশু খাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানান র‌্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম।

Link copied!