ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৪, ০৪:৪৪ পিএম

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

প্রতীকী ছবি

এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের করা এক অভিযোগের ভিত্তিতে অ্যাপভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। ২০২০ সালের ডিসেম্বরে ওই প্রতিষ্ঠানটি খাবার সরবরাহের বাজারে শীর্ষস্থান অর্জনকারী ফুডপান্ডাকে তাদের অবস্থানের অপব্যবহার এবং নীতিবহির্ভূত কার্যকলাপ পরিচালনার অভিযোগ আনা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেয় কমিশন। প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৬ (১) এবং ১৬ (২) (খ) ধারায় এ জরিমানা করা হয়। 

জরিমানার আদেশ পড়ে শোনান কমিশন চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এতে উল্লেখ করা হয়, ফুডপান্ডা নিঃসন্দেহে বাজারের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। এই অবস্থানকে কাজে লাগিয়ে নান্দো’স এবং পেয়ালার মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় বাধার সৃষ্টি করেছে। এই দুটি জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ডের মালিক এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড।

আর্থিক জরিমানার পাশাপাশি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটির ওপর আরও কিছু বিধিনিষেধও আরোপ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। এখন থেকে অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে রেস্টুরেন্টগুলোকে বাধা দিতে পারবে না ফুডপান্ডা।

কমিশনের এই পদক্ষেপ ক্রমবর্ধমান খাবার সরবরাহ বাজারে উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র বলছে, ভোক্তা ও রেস্টুরেন্টগুলোর স্বার্থ রক্ষায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, এ বিষয়ে একটি বিবৃতির মাধ্যমে ফুডপান্ডা জানায়, প্রতিযোগিতা কমিশনের সাম্প্রতিক রায়ের ব্যাপারে তারা অবগত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে প্রতিযোগিতা কমিশনের এই রায়ে বাজারে তাদের অবস্থান যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তারা আইনি প্রক্রিয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। 

এছাড়াও বিবৃতিতে প্রতিষ্ঠানটি উন্নত সেবা, উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণে ভূমিকা রাখার কথা জানিয়েছে।

Link copied!