নভেম্বর ১৮, ২০২৪, ১০:৫৭ পিএম
নওগাঁর পত্নীতলা উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া গ্রামে সুমন হোসেন (২৪) নামের এক তরুণের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। রবিবার রাত ১১টার দিকে স্থানীয়রা গলায় ফাঁস দেওয়া সুমনকে উদ্ধার করেন। প্রায় এক ঘণ্টা আগে, সুমন ফেসবুকে লাইভে এসে জানিয়েছিলেন যে, কিছু ছিনতাইকারী তার ১০ লাখ টাকা ছিনিয়ে নিতে চাচ্ছে এবং তাকে মেরে ফেলবে।
সুমন হোসেন ছিল নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের মালিক। তিনি মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। সুমনের ফেসবুক লাইভ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
লাইভে সুমন জানিয়েছিলেন যে, তিনি বুলবুল টেলিকমের মালিক বুলবুল হোসেনের কাছ থেকে ৭০ হাজার টাকা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। ঋণের পরিমাণ পরিশোধ করার পর বুলবুল আরও ৮ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন এবং সুমনকে হত্যার হুমকি দেন। সুমন ওই টাকা পরিশোধ করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন।
রবিবার রাতে, সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে তার গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে নাদৌড় মোড়ে কিছু ছিনতাইকারী তাকে অটোরিকশা থেকে নামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সুমন পালিয়ে ফেসবুকে লাইভে এসে সাহায্য চেয়েছিলেন এবং বলেছিলেন যে, বুলবুল ছাড়া আর কেউ তার টাকা নেওয়ার কথা জানত না।
এসময় সুমনের গ্রাম ও আশপাশের লোকজন নাদৌড় মোড়ে ছুটে আসেন এবং তাকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পরে, তারা তাকে পদ্মপুকুর বালকাপাড়া গ্রামের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর বুলবুল পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছেন, সুমনের মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং বুলবুলসহ সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।