নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৩, ০১:১২ পিএম

নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সারাদেশে শুরু হয়েছে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতা ঠেকাতে সোমবার (৩০ অক্টোবর) গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথসহ মোড়ে মোড়ে পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তান, জিপিও, সচিবালয়ের সামনে, সুপ্রিম কোর্ট, প্রেসক্লাব, কাকরাইল, শাহবাগ, পান্থপথ, ফার্মগেট, জাতীয় সংসদ এলাকায় প্রতিটি মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় দেখা গিয়েছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তা নিয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, জনগণের জানমাল রক্ষাতে ও সড়কে শৃঙ্খল পরিবেশ বজায় রাখাসহ আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে পর্যাপ্ত  নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এছাড়াও বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স থেকে জনগণের উদ্দেশ্যে বলা আছে যে কোন রকম নাশকতার পূর্ব প্রস্তুতি বা অবনতিকারীকে সড়কে দেখতে পেলে ৯৯৯ জাতীয় জরুরি সেবায় কল করতে অনুরোধ করা হয়েছে।এছাড়া আমাদের টহল দলসহ বিভিন্ন ইউনিট কাজ করছে মাঠে।

Link copied!