সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮০১৬ জনকে আইনি সহায়তা

বাসস

নভেম্বর ৯, ২০২৪, ০৮:৩৯ এএম

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮০১৬ জনকে আইনি সহায়তা

ফাইল ছবি

জাতীয় আইনগত সহায়তা সংস্থার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জনকে সরকারি খরচায় আইন সহায়তা সেবা দেয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ প্রধান বিচারপতির ৪ নভেম্বর ফুলকোর্ট সভা আহ্বান

জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের যাত্রা ২০১৫ সালে শুরু হয়। এর আগে নিম্ন আদালতে এ সেবা শুরু হয়।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‍‍`আইনগত সহায়তা প্রদান আইনের‍‍` অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। দেশের সকল জেলা ও শ্রম আদালতে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে এ সেবা প্রদান করা হয়।

Link copied!