আগস্ট ১০, ২০২৩, ০৬:৪৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে প্রচার বন্ধ চেয়ে করা রিটে তারেক রহমানের ঠিকানা সংশোধন করার আদেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ আগস্ট) এ আদেশ দেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে তারেক রহমানের মামলা ইস্যুতে হাইকোর্টের এজলাস আওয়ামীপন্থী-বিএনপিপন্থীর হট্টগোল হওয়ায় আজ বিশেষ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়।
আইনের দৃষ্টিতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে উচ্চ আদালত।
২০১৫ সালের ৭ জানুয়ারি ওই রুল জারি হলেও তা নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারকে কেন্দ্র করে বিষয়টি আবার আলোচনায় আসে। তাই ওই রুল শুনানি করতে আবেদন করা হয়েছে হাইকোর্টে।