ঢাকার পল্টন মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে সেটি পণ্ড করে দেয়। এসময় চারজনকে আটক করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।একজন আন্দোলনকারীদের মতে, আটকদের একজন তাদের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আরেকজনের নাম রাফি।
এদিকে প্রেসক্লাব থেকে পল্টন মোড়সহ আশেপাশের পুরো সড়ক জুড়ে কড়া পাহারায় আছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। পল্টন মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত কোনো সাধারণ যান চলাচল করতে দেয়া হচ্ছে না। দোকানপাটও বন্ধ রাখতে বলা হয়েছে।
এছাড়া আদালত এলাকায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সেখানেও কোনো যান চলাচল করতে দেয়া হচ্ছে না।