অনুমোদন ছাড়া বিদেশি খাবার বিক্রি, লাজফার্মাকে জরিমানা

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৪, ০৪:৪০ পিএম

অনুমোদন ছাড়া বিদেশি খাবার বিক্রি, লাজফার্মাকে জরিমানা

প্রতীকী ছবি

অনুমোদন ছাড়া বিদেশি খাবার বিক্রিসহ বেশ কয়েকটি অপরাধে লাজফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম নগরীতে জিইসি মোড়স্থিত প্রতিষ্ঠানটিকে জরিমান বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

মঙ্গলবার (৪ জুন) সকালে জিইসির ওআর নিজাম রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন তিনি।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে দেখা যায় লাজফার্মা নামক প্রতিষ্ঠানটিতে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া পণ্যের ওজন বা পরিমাণ লেখা ও ক্রয় রশিদ ও আমদানির পক্ষে সঠিক কোনও প্রমাণও ছিল না।

আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশি খাবার বিক্রির অপরাধে আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩’র সংশ্লিষ্ট ধারায় মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Link copied!