গাড়িতে স্টিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের; মিললো ২৪০ কেজি গাঁজা!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৩, ০৬:৩৪ এএম

গাড়িতে স্টিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের; মিললো ২৪০ কেজি গাঁজা!

গাড়ির গ্লাসে লাগানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো। তল্লাশি চালিয়ে মিললো গাঁজা। নাটোর জেলার সিংড়া থানাধীন লালোর বাজার এলাকার একটি সড়ক থেকে ২৪০ কেজি গাঁজাসহ একটি পাজেরো ও একটি মাইক্রো উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিন ব্যক্তিকেও আটক করা হয়।

সোমবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের নূর আলিম সরকার মিলন, একই ইউনিয়নের মমিনুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন হোসাইন আহমেদ।

আটক হোসাইন আহমেদ গেল মে মাসে ১১০ কেজি গাঁজাসহ আটক হয়েছিল। ২৬ দিনের মাথায় কারাগার থেকে জামিনে বের হয়ে আবারও মাদক কারবার শুরু করে।

আটক নূর আলিম সরকার মিলন এই চক্রের হোতা। কুড়িগ্রাম জেলায় তার একটি টিভির শোরুম রয়েছে। গাঁজার এই চালান কুড়িগ্রাম জেলা থেকে নাটোর, ঈশ্বরদী, পাবনাসহ আশপাশের জেলায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নাটোর জেলার লালোর বাজার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল। এ সময় একটি পাজেরো গাড়িকে আসতে দেখে গাড়িটিকে থামতে ইশারা করা হয়। গাড়িটি না থামিয়ে দ্রুত পালাতে চেষ্টা করলে ধাওয়া করে আটকানো হয়। পাজেরোটির সাথে একই সময় আরও একটি মাইক্রো ছিল।

দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০টি প্যাকেটে মোড়ানো অবস্থায় পাজেরো থেকে ১৫০ কেজি ও মাইক্রো থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

ফজলুর রহমান জানান, পাজেরোর গ্লাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। গাড়িটি কার এবং ওই স্টিকারের সূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় অভিযুক্ত তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ডেপুটি ডাইরেক্টর জিল্লুর রহমান।

Link copied!