তেজগাঁও বস্তিতে অগ্নিকাণ্ড দুর্ঘটনা না কি নাশকতা তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২৪, ০৮:১৭ পিএম

তেজগাঁও বস্তিতে অগ্নিকাণ্ড দুর্ঘটনা না কি নাশকতা তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

শুক্রবার রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ের মোল্লাবস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে এক নারী ও দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়। আরও দুজন আগুনে দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও প্রায় গৃহহীন হয়ে পড়েছে তিনশর বেশি পরিবার।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, বস্তিটির সাথে কোনো রাস্তার সংযোগ নাই, রাস্তা বলতেই বের হলে রেললাইন। 

বস্তির মালিকানা খুঁজে পাওয়া গেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বস্তির পাশেই মালিকের একটি বাড়ী রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এখানে বস্তির মতো করে বাড়ি ভাড়া দিচ্ছেন। অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস তদন্ত রিপোর্ট পেশ করবে এবং পুলিশও তদন্ত করবে। কোনো ধরনের নাশকতা, না কি অসর্তকতামূলক ঘটনা না কি বৈদ্যুতিক শর্টসাকির্ট সেটি যাচাই করে দেখা হবে।

যারা মারা গিয়েছে, তারা দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় এখনও জানা যায়নি, কিন্তু দুইজন নিখোঁজ থাকায় ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কেউ কি না। এ ছাড়া স্বজনদের সাথে ডিএনএ টেস্ট করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Link copied!