‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ৬ সমন্বয়ককে মুক্তি দিতে এবং গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আদালত সূত্র দেশের শীর্ষস্থনীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে জানায়, একজন বিচারপতি অসুস্থ থাকায় রিট আবেদনের শুনানি হচ্ছে না। অসুস্থতার কারণে গতকাল বুধবারও ছুটিতে ছিলেন তিনি।
গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি কার্যতালিকায় ছিল।
শারীরিক অসুস্থতার কারণে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন গতকাল ছুটিতে থাকায় শুনানি হয়নি।
ডিবি হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের অবিলম্বে মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আয়নুন্নাহার সিদ্দিকা ও মঞ্জুর-আল মতিন হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।