হরতালে আগের রাতে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৩, ০৯:১৩ পিএম

হরতালে আগের রাতে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। সংগৃহীত ছবি

রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগের দিন শনিবার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তালতলা বাসস্ট্যান্ড এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

গুলিস্থানে টোল প্লাজার সামনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সেখানে গেছে।

তিনি আরও বলেন, রাত ৭টা ৩৬ মিনিটে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

Link copied!