সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

ভোটগণনা নিয়ে তুলকালাম: বিএনপি প্যানেলের প্রার্থীকে রিমান্ডের আদেশ

জাতীয় ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৬:০৭ পিএম

ভোটগণনা নিয়ে তুলকালাম: বিএনপি প্যানেলের প্রার্থীকে রিমান্ডের আদেশ

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে তুলকালামের একটি মামলায় আইনজীবী রুহুল কুদ্দুসকে চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তিনি বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী।

রোববার (১০ মার্চ) রিমান্ডের এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, রুহুল কুদ্দুসকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে রুহুল কুদ্দুসের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দু’পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তোপখানা রোড থেকে রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ হলেও ভোট গণনা নিয়ে শুক্রবার ভোরের দিকে দুই পক্ষের মধ্যে তুলকালামের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন ভোটগণনা বন্ধ হয়ে যায়।

তুলকালামের ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন সাইফুর রহমান। সেখানে আইনজীবী নাহিদ সুলতানাকে (যুঁথী) প্রধান এবং রুহুল কুদ্দুসকে দ্বিতীয় আসামি করা হয়। নাহিদ সুলতানা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

এ ঘটনায় এর আগে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার অন্য চারজন হলেন আইনজীবী ওসমান চৌধুরী, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক।

Link copied!