পদ্মার চরে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৪:৩২ পিএম

পদ্মার চরে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের পদ্মা নদীর ডোমরাখালী চরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যবর্তী সময়ে এ ঘটনা ঘটে।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য ডেইলি স্টার।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ধর্ষণের ঘটনার পরের দিন ওই নারী থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে পুলিশ সরেজমিনে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে ১৮ ফেব্রুয়ারি মামলা রেকর্ড করে।

পরে মামলার এজাহারনামীয় আসামি মো. জামাল মোল্লা, ইয়ামিন মুন্সী ও জব্বার শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ঘটনার দিন ওই নারী স্বামীর বাড়িতে যাওয়ার জন্য পুরাতন মাওয়া ফেরিঘাটে নৌকার অপেক্ষায় ছিলেন। সেসময় অভিযুক্ত আবু বকর সিদ্দিক ও জামাল মোল্লা তাকে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে তুলেন। পথে অপর দুই অভিযুক্ত ইয়ামিন মুন্সী ও জব্বার শেখ ট্রলারে উঠেন। পরে তারা ওই নারীকে পদ্মার ডোমরাখালী চরে নিয়ে ধর্ষণ করেন। রাত ৯টার দিকে তারা ওই নারীকে মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ট্রলার থেকে নামিয়ে হুমকি দিয়ে চলে যান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দকৃত দুটি স্মার্টফোন পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ট্রলারটিকে জব্দ এবং ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এক আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!