পরীমনির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২৩, ০৩:৩৮ পিএম

পরীমনির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছেন আদালতে। 

মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত আগামী ২৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বুধবার (৫ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের এই নতুন তারিখ ধার্য করেন।  সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রাজধানীর বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

Link copied!