ফের পেছালো রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

আদালত প্রতিবেদক

জুলাই ৩১, ২০২৩, ১২:২৯ পিএম

ফের পেছালো রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছালো। আগামী ২০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এনিয়ে ৭৩ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজোর্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল।

সোমবার (৩১ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলাটির তদন্তকারী পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক  রাজেশ চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। পরে  ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা।  মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।

Link copied!