মসজিদে দান করা কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৩, ১০:৪৮ পিএম

মসজিদে দান করা কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

সংঘর্ষে নিহত এক স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

মসজিদে দান করা একটি কাঁঠালের নিলাম ছিল সোমবার। সবকিছুই ঠিকঠাক চলছিল। এক কথা দুই কথায় লাগে বিতণ্ডা। এরপর সেই বিতণ্ডা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। দুই পক্ষের সেই সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাদ গ্রামে ওই ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত তিনজন হলেন হাসনাবাদ গ্রামের নজরুল ইসলাম (৪০), বাবুল মিয়া (৫০) ও শাহজাহান (৫০)। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের কাছে খবরের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শীর বরাতে খালেদ জানান, গতকাল রবিবার বিকালে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল এবং মালাদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে আজ সকালে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন।

সংঘর্ষের সময় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মিয়া মারা যান। তিনি মালাদার গ্রুপের বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, জায়গা নিয়ে এ দুই গ্রুপের বিরোধ ছিল আগে থেকেই।

সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

Link copied!