লিপস্টিক শুধু ঠোঁট সাজাতে নয়, পুরো সাজেই ব্যবহার করা যায়। সংগৃহীত ছবি
পুজোর এই ক’দিন একটু সাজগোজ করতে অনেকেই ভালবাসেন। তবে অনেকেই আছেন, যাঁদের ভারী মেকআপ একেবারেই না-পছন্দ। তবে চোখের ঘন কাজলের সাথে ঠোঁটে লিপস্টিক কিন্তু দিতেই হবে।
জানেন কি, শুধু লিপস্টিক দিয়েই হতে পারে দারুণ মেকআপ? ঠোঁটেই নয়, বিভিন্ন প্রসাধনীর বদলে কেবল লিপস্টিক ব্যবহার করেই সারতে পারেন পুজোর সাজ! ভাবছেন কী ভাবে? চলুন জেনে নেয়া যাক সেগুলো-
১. ব্লাশ:
ব্লাশ কিংবা টিন্ট হিসেবে লিপস্টিক বেশ ভালোভাবেই ব্যবহার করা যায়। সঠিকভাবে ব্লেন্ড করলে পাউডার ব্লাশের থেকে লিপস্টিক ব্যবহার করলে দেখতে অনেক বেশি ভাল লাগে। আবার অনেক ক্ষণস্থায়ীও হয়।
২. লিপ গ্লস:
অনেক সময় লিপস্টিক ভেঙে যায় কিংবা গলে যায়। তখন আর ব্যবহার করা যায় না। সে ক্ষেত্রে গ্লস হিসেবেও ব্যবহার করতে পারেন লিপস্টিক। খাপ থেকে লিপস্টিক বের করে পেট্রোলিয়াম জেলির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ গ্লস।
৩. আইশ্যাডো:
ব্লাশারের মতোই আইশ্যাডো হিসেবেও লিপস্টিকের জুড়ি মেলা ভার। প্রথমে ন্যুড শেডের লিপস্টিক দিয়ে বেজটা করে নিন। এরপর পছন্দের গাঢ় রঙের লিপস্টিক দিয়ে আইশ্যাডো লাগান। ঠিক মনে হবে আপনি ক্রিম আইশ্যাডো ব্যবহার করেছেন।
৪. কনট্যুর ও হাইলাইটার:
গাঢ় বাদামি বা কফি রঙের লিপস্টিক কনট্যুরিং ও হাইলাইট করার জন্য ব্যবহার করুন। নাক, চোয়ালের হাড়, কপালে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে মেকআপ ব্লেন্ডারের সাহায্যে ত্বকের সাথে মিশিয়ে নিন।