ত্বক সতেজ রাখতে কমলার খোসা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২১, ০৪:৫৪ পিএম

ত্বক সতেজ রাখতে কমলার খোসা

শীতকাল মানেই বাজারে কমলা ভরপুর। কমলার পুষ্টিগুণ অনেক। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠাণ্ডাজনিত সমস্যা প্রতিরোধেও বেশ কার্যকর।

এ তো গেল পুষ্টির গুণাগুণ। এবার আসি, ত্বকের পরিচর্যায় কমলার উপযোগিতা নিয়ে। ফেলে দেয়া কমলার খোসা দিয়েই ত্বকের যত্ন নেয়া সম্ভব। এই খোসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। শীতকালে ত্বকের কালচে দাগ দূর করতে, খসখসে ও লাবণ্যহীন ত্বকের যত্নে কমলার খোসা যাদুর মতোই কাজ করে।

কমলার খোসা দিয়ে কীভাবে ত্বকের যত্ন নেবেন তা জেনে নিন-

১) ব্রণ সারাতে কমলালেবুর খোসা খুব কাজে দেয়। সংক্রমণ দূর করার মতো নানা উপাদান এতে রয়েছে। কমলালেবুর খোসা সেদ্ধ করে সেই পানিতে মুখ ধুতে পারেন। এতে ব্রণের প্রবণতা কমবে।

২) রোদে পোড়ার দাগ কমাতে কমলালেবুর খোসার জুড়ি মেলা ভার। এই খোসা কুচি করে কেটে তার সঙ্গে লেবুর রস, চন্দন গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। সেই মিশ্রণ মুখে আধ ঘণ্টা মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ কমবে।

৪) কমলালেবুর খোসা থেঁতো করে তার সঙ্গে টক দই মিশিয়ে সপ্তাহে দু’দিন প্যাক হিসাবে ব্যবহার করুন। এতে ত্বক মসৃণ ও কোমল হবে।

৫) স্ক্রাবার হিসাবেও ভালো কাজ করে কমলালেবুর খোসা। মৃত কোষকে সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে।

Link copied!