দিনশেষে মেকআপ তুলতে গিয়ে চাই বাড়তি সাবধানতা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০৯:৫১ পিএম

দিনশেষে মেকআপ তুলতে গিয়ে চাই বাড়তি সাবধানতা

সংগৃহীত ছবি

অনেকেই মেকআপ করতে ভালোবাসেন কিন্তু মেকআপ তুলতেই যত আলসেমি দেখা যায়। আর মেকআপ সঠিকভাবে পরিষ্কার না করলে ত্বকের অনেক ক্ষতি হয়। ত্বকের শুষ্কতা, ব্রণ, কালো দাগ, র‌্যাশ- এসবের সমস্যার সৃষ্টি হয়। সে কারণে মেকআপ পুরোপুরি পরিষ্কার করাটা জরুরি।

মেকআপ পরিষ্কার করার সময় কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে-

ক্লিনজার ব্যবহার

দিনশেষে যখন বাসায় ফেরেন তখন মেকআপের সাথে সানবার্ন, ধুলোবালি, ঘাম যুক্ত হয় ত্বকে। সে কারণে মেকআপ পুরোপুরি এবং খুবই ভালোভাবে পরিষ্কার করা জরুরি। সেজন্য মেকআপ রিমুভার হিসেবে ক্লিনজার ব্যবহার করুন।

ঠান্ডা পানি ব্যবহার

মুখ ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। মেকআপ তোলার সময় গরম বা নাতিশীতোষ্ণ পানি ব্যবহার করবেন না। ক্লিনজার ব্যবহার করে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে তারপর গরম পানির ভাপ নিতে পারেন। এতে লোমকূপগুলো মুক্ত হয়ে ময়লাগুলো উঠে আসবে।

সাবধানে তুলুন চোখের মেকআপ

চোখের মেকআপ তুলতে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের মেকআপ তোলার জন্য বিশেষ মেকআপ রিমুভার পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। আর সেটি না থাকলে বেবি অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন। তুলোয় কিছুটা তেল নিয়ে আস্তে আস্তে ঘষে আইলাইনার তুলে ফেলুন। আর মাশকারা তুলতে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি বা তেল।

মেকআপ তোলার সময় ত্বকে বেশি ঘষাঘষি করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। মেকআপ তোলার পর শুকনো কাপড় দিয়ে মুখ মুছে নিয়ে পানি ও ফেসওয়াশ ব্যবহার করুন। 

মেকআপ তুলতে বাজারে যেসব পণ্য পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে না চাইলে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। আর মেকআপ তোলার পর ত্বক শুষ্ক হওয় যায় সেক্ষেত্রে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। 

Link copied!