নাকে চশমার দাগ: দূর করুন সহজ উপায়ে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ০৩:৫০ পিএম

নাকে চশমার দাগ: দূর করুন সহজ উপায়ে

যাদের বেশি সময় চশমা পরে থাকতে হয়, তাদের নাকের দু’পাশে চশমার দাগ পড়ে যায়। দিন দিন এই দাগ বাড়তে থাকে। তবে প্রথম থেকেই একটু সচেতন হলে দাগ কমিয়ে ফেলা সম্ভব।

নাকের দু’পাশে চশমার দাগ প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়েই মুছে ফেলা সম্ভব। জেনে নিন, কী করে চশমার দাগ নাক থেকে তুলবেন-

• কমলালেবুর খোসা: শীতকাল প্রায় এসেই গেছে। বাজারেও এসে গেছে কমলালেবু। এর খোসা ভালো করে শুকিয়ে গুঁড়া করে নিন। এটি সারা বছর রেখে দেওয়া সম্ভব। আধা চামচ গুঁড়োর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। সেটি নাকের দু’পাশে লাগিয়ে দিন। ২০ মিনিট রেখে ধুঁয়ে ফেলুন। চশমার দাগ কমে যাবে।

• আলুর রস: আলু ছোট ছোট করে কেটে থেঁতো করে নিন। আলুর রস নাকের দু’পাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজ এটি ব্যবহার করলে এক সপ্তাহেই নাকের দু’পাশের দাগ কমে যাবে।

• শসার টুকরো: শসাও একই রকম ভাবে নাকের দাগ তুলতে সাহায্য করে। শসা প্রথমে ছোট করে কেটে নিন। সেগুলি নাকের দু’পাশে লাগান। দাগ কমে যাবে।

সূত্র: আনন্দবাজার

Link copied!