শীতকালে ত্বক ও চুলের ঘরোয়া যত্ন

ডেস্ক রিপোর্ট

নভেম্বর ৮, ২০২১, ০৭:২৯ পিএম

শীতকালে ত্বক ও চুলের ঘরোয়া যত্ন

শীতকালে বাতাসে থাকে অতিরিক্ত ধুলোবালি। আবহাওয়া অতিরিক্ত শুষ্ক হওয়ায় আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক ও চুলের অবস্থা হয়ে পড়ে নাজুক। এজন্য শীতকালে দরকার বাড়তি যত্ন। ত্বক ও চুলের সৌন্দর্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। 

বিউটি সেলন বা রূপচর্চা কেন্দ্রে সবসময় যাওয়া সম্ভব নাও হতে পারে। এজন্য বাসায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বক ও চুলের পরিচর্যা করা যায়। আসুন জেনে নেই, শীতকালে ঘরোয়া উপাদান ব্যবহারে ত্বক ও চুলের পরিচর্যা করা উপায়-

ত্বকের যত্ন

শীতকালে ত্বক হয়ে যায় শুষ্ক ও টানটান। ত্বকের মৃতকোষও অস্বস্তিতে ফেলে দেয়। শুধু ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বকের লাবণ্য ধরে রাখা যায় না। ত্বক ভালোভাবে পরিষ্কার করে তবেই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ত্বকের যত্নে চারটি উপাদান সহযোগে একটি মিশ্রণ তৈরি করতে পারেন, যা শীতে সুরক্ষা যোগাবে।

বেসন

টক দই

মধু

লেবুর রস

এই উপাদানগুলো পরিমাণমতো মিশিয়ে ত্বকে লাগাবেন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ত্বক পরিষ্কার করবেন। সপ্তাহে দুইদিন ব্যবহার করলে ত্বকের মৃতকোষ উঠে যাবে এবং ত্বকের লাবণ্য বজায় থাকবে। 

চুলের যত্ন

মাথার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে শীতকালে খুশকি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এসময় নিয়মিত শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে হবে। শীতকালে তৈলাক্ত চুলের জন্য মৌরি উপকারি। পরিমাণমতো মৌরি ও পানি সারারাত ভিজিয়ে রাখুন। এরপর মৌরি বেটে চুলে লাগিয়ে একঘণ্টা রাখুন। পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে মাসে দুইদিন ব্যবহার করা ভালো।

আর মাথার ত্বক শুষ্ক হলে এসময় আরেকরকম বিড়ম্বনা তৈরি হয়। চুল হয়ে পড়ে রুক্ষ। মেথি ও আমলকির পেস্ট বা গুঁড়ার সঙ্গে পরিমাণমতো মধু মিশিয়ে চুলে লাগালে এ সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব। 

 

Link copied!