সাদা চুল কালো করার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চান?

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২২, ০৯:৫২ এএম

সাদা চুল কালো করার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চান?

বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই চুল পাক ধরতে শুরু করে।পাকা চুল কালো করতে অনেকেই বাজারচলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তাতে সাময়িক ভাবে চুলের সাদা ভাব খানিকটা কমে গেলেও দীর্ঘস্থায়ী কোনও সুফল পাওয়া যায় না। বরং রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই ধরনের বাজারচলতি রং ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এমনকি পাকা চুলের পরিমাণও বৃদ্ধি পায়। তাছাড়া এক বার রং করার পর প্রায় ৭-১০ দিনেই আবার সাদা চুল উঁকি দেয়। এত ঝামেলায় না গিয়ে প্রাকৃতিক উপায়ে সাদা চুল কালো করতে পারেন। কী ভাবে? জানেন কি আলু দিয়েই সাদা চুল কালো করা সম্ভব। এমন পদ্ধতির কথা উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের লাইফস্টাইল বিষয়ক এক প্রতিবেদনে।  

আপনাকে যা করতে হবে?

একটি পাত্রে এক কাপ আলুর খোসা আর দু’কাপ পানি দিয়ে প্রায় ২০-৩০ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে এলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নেওেযার পর আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন, তার সঙ্গে এই মিশ্রণটি মিশিয়ে শ্যাম্পু করে নিতে হবে।

শ্যাম্পু করা হয়ে গেলে হেয়ার ড্রায়ার দিয়ে চুল না শুকিয়ে ফেলে তোয়ালে দিয়ে কিছু ক্ষণ পেঁচিয়ে রাখুন। মিনিট ১৫ পরে চুল থেকে তোয়ালে খুলে চুল শুকিয়ে নিন।পর পর দু’সপ্তাহ এটি ব্যবহার করলে পাকা চুলের সমস্যা দূর হবে।

Link copied!