কেবল ধনীদের মধ্যে নয় বরং সব আয়ের লোকদের মধ্যে স্বর্ণ অত্যন্ত জনপ্রিয়। উজ্জ্বল হলুদ বর্ণের এই ধাতুটি বহুকাল আগে থেকে নানাভাবে ব্যবহার করে আসছে মানুষ।
গয়না থেকে শুরু করে রূপচর্চায় স্বর্ণের ব্যবহার দেখা যায় সেই আদিকাল থেকেই। সাধ্যের মধ্যে শখ পূরণে স্বর্ণ কিনে থাকেন অনেকেই। কিন্তু স্বর্ণের আভিজাত্য এখন শুধু গয়নায় আটকে নেই! এর আভিজাত্য ছুঁয়ে গেছে খাবারকেও! হ্যাঁ, দর্শক আপনারা ঠিকই শুনছেন, খাবারেও এখন চাইলেই স্বর্ণ খাওয়ার দারুণ সুযোগ এসেছে।
রাজধানীতেই স্বর্ণ খাওয়ার দারুণ এই সুযোগ নিয়ে এসেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল। পবিত্র রমজান উপলক্ষে হোটেলটির ইফতার আয়োজনের বিশেষ আর্কষণ স্বর্ণ মোড়ানো জিলাপি! নিজেদের ফেসবুক পেজে এই বিশেষ জিলাপির ছবিসহ একটি কার্ড শেয়ার করেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল।
স্বর্ণের এই জিলাপি, খাবার হিসেবে যেমন আকর্ষণীয় তেমনি এর দামও নজরকাড়া। ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে মোড়ানো এই জিলাপি প্রতি কেজি কিনতে হলে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে ২০ হাজার টাকা। এছাড়াও সাধারণ জিলাপিও পাবেন ১৮০০ টাকা কেজিতে।
রমজানে ভোক্তাদের ভিন্ন কিছুর স্বাদ দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ। তারা জানায়, বাংলাদেশি গ্রাহকদের বিলাসী পণ্যের অনন্য স্বাদ ও অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্যই বিশেষ জিলাপি।
বেশ সাড়া মিলছে বলেও জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ফেসবুক পেজে জিলাপির ছবি প্রকাশের ২ দিনের মধ্যেই ৫ থেকে ৬ জন গ্রাহকের অর্ডার সরবরাহ করা হয়েছে। এছাড়া আরো কিছু অর্ডার তাদের কাছে আছে।
তবে এই জিলাপির খোঁজ পেয়ে ঘরে থাকা স্বর্ণ খাওয়ার চেষ্টায় নামবেন না যেন! যে স্বর্ণ আমরা গয়নায় ব্যবহার করে থাকি তার সাথে এই খাওয়ারযোগ্য স্বর্ণের কিন্তু পার্থক্য রয়েছে। এই বিশেষ স্বর্ণ দুবাইসহ বিশ্বের ধনী ও স্বর্ণসমৃদ্ধ শহরগুলোতে ধনীদের মধ্যে খাবার হিসেবে জনপ্রিয়।
তবে ঢাকায় স্বর্ণের খাবার কিন্তু এই প্রথম নয়। গত বছর পাঁচ তারকা হোটেল সারিনা তাদের ১৯ বছর পূর্তি উপলক্ষে নিয়ে এসেছিল ২৪ ক্যারেট স্বর্ণের তৈরি আইসক্রিম। আইসক্রিমটির মূল্য ধরা হয়েছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা।
আইসক্রিমটি যারা খেতে পারেননি তাদের সাধ মেটানোর জন্য এবার জিলাপি তো আছে! চেখে দেখার ইচ্ছে কি জাগছে ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে বানানো জিলাপি? তাহলে জলদি চলে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে!