দেশে পৌঁছেছেন ড. ইউনূস

জাতীয় ডেস্ক

আগস্ট ৮, ২০২৪, ০৮:২২ এএম

দেশে পৌঁছেছেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে দেশে পৌঁছেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়াও নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কসহ শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা।

বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় তাকে বহনকারী ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।

এর আগে, বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।⁣⁣

এদিকে শ্রম আইনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা বাতিল করেছেন আদালত। বুধবার ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ রায় দেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে আজ রাত ৮টায়।

Link copied!