শুকিয়ে গেছে কূপ। সেই কূপের খাড়া দেয়াল বেয়ে একজন নারী ওপরে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশের একটি গ্রামে ধারণ করা হয়েছে সেই ভিডিও।
ভিডিওটিতে ফুটে উঠেছে পানির তীব্র অভাবের চিত্র। মধ্যপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, দড়ি বা অন্য কিছুর সাহায্য ছাড়াই কুয়ার গভীরে নেমেছেন ওই নারী। পুকুর, কুয়া শুকিয়ে যাওয়ায় মধ্যপ্রদেশের গুসিয়া গ্রামের বাসিন্দারা পানি সংগ্রহে এ ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।
পানির জন্য ভারতীয়দের জীবন বাজি রাখার ছবি ও ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চলতি বছরের এপ্রিলে এ ধরনের এক ভিডিওতে দেখা যায়- মহারাষ্ট্রের এক নারী কূপের গভীরে নেমেছেন।
প্রতিবছর গ্রীষ্মে মধ্যপ্রদেশে পানির সংকট দেখা দেয়। রাজ্য সরকার ২০২৪ সাল নাগাদ সব গ্রামে ট্যাপের পানির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে। তার পরেও খাবার পানির সংকটে ভুগছে ওই রাজ্যের লাখ লাখ মানুষ।