জানুয়ারি ১৫, ২০২২, ০১:২৭ এএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫৭ লাখ টাকা মূল্যের কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে উপজেলার চামুচা এলাকায় অভিযান চালিয়ে হাড়গুলো উদ্ধার করা হয়। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি বলা হয়, লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বিজিবির একটি বিশেষ দল শুক্রবার দুপুরে ভোলাহাট বিওপির সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামকস্থানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি ভারতীয় কচ্ছপের হাড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।