বেদখল জমি উদ্ধারে সহায়তা চাইলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৪, ২০২৪, ০৯:৩৩ পিএম

বেদখল জমি উদ্ধারে সহায়তা চাইলেন রেলমন্ত্রী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রেলের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ, রেল ক্রসিংগুলো সঠিকভাবে পরিচালনায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। 

সোমবার (৪ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের কালে এসব কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি বলেন, ‘পরিবেশ ও জনবান্ধব রেল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে  যাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে। ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে, বগি সংস্কার কাজ চলছে।’ 

তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা সাতটি প্রস্তাবনা দিয়েছেন। দুটি প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরে মাঝে যানজট হচ্ছে। সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে। আমরা করবো নাকি সড়ক করবে এ ব্যাপারে আলোচনা হয়েছে।

Link copied!