যাত্রার শুরুতেই থ্রেডস পেলো ‘থ্রেট’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৩, ০৯:২১ পিএম

যাত্রার শুরুতেই থ্রেডস পেলো ‘থ্রেট’

সংগৃহীত ছবি

চালু হতে না হতেই ৩০ মিলিয়নের বেশি ব্যবহারকারী পেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা অধীনের নতুন অ্যাপ থ্রেডস। টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে থ্রেডস। তবে চালু হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই আইনি সমস্যায় পড়েছে অ্যাপটি। 

অ্যাপটির ব্যবহার এবং নকশা অনেকটা টুইটারের মতো হওয়ায় সরাসরি মামলা ঠুকে দেওয়ার হুমকি দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন টুইটার। তাদের অভিযোগ, টুইটারের ‘মেধা সম্পত্তি অধিকার’ লঙ্ঘন করেছে থ্রেডস।

ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটা সিইও মার্ক জাকারবার্গকে এক চিঠিতে জানান, টুইটারের বাণিজ্য গোপনীয়তা এবং অন্যান্য বৌদ্ধিক সম্পত্তির বেআইনি অপপ্রয়োগ করেছে থ্রেডস।

তিনি অভিযোগ করেছেন, টুইটারের সাবেক কয়েকজন কর্মীকে নিয়োগ দিয়েছে মেটা। তারা ‘টুইটারের বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য অত্যন্ত গোপনীয় তথ্যগুলো জানত।

চিঠিতে অ্যালেক্স স্পিরো লেখেন, টুইটার তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার কঠোরভাবে প্রয়োগ করতে চায়। বাণিজ্য গোপনীয়তা বা অন্যান্য অত্যন্ত গোপনীয় তথ্য ব্যবহার বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে টুইটার।

অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, থ্রেডস ইঞ্জিনিয়ারিং টিমের কেউই টুইটারের সাবেক কর্মী নয়।

Link copied!